আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) অভিযানে মহামূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সকালে র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ মে রাতে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন রাজবাড়ি মুকুন্দ গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মাওলানা মোঃ আল-আমিনের পুকুরপাড়ে মাছের খাদ্য সংরক্ষণের একটি টিনের ঘর থেকে কষ্টিপাথরের তৈরি একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ সময় তিনজন পাচারকারীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার রাজবাড়ি মুকুন্দ গ্রামের আঃ সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামাণিকের ছেলে ফরিদ প্রামাণিক (৩৫) এবং আড়ং শাইল গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে বুলবুল আহাম্মেদ (৪০)।
আটককৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।