সন্ত্রাসে জড়িত ব্যক্তি-সত্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিধান রেখে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের অনুমোদন


সকালের বাংলা প্রকাশের সময় : মে ১১, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন /
সন্ত্রাসে জড়িত ব্যক্তি-সত্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিধান রেখে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের অনুমোদন

ঢাকা, রোববার:
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সারসংক্ষেপে জানানো হয়, ২০০৯ সালে প্রণীত সন্ত্রাসবিরোধী আইনে ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করার সুযোগ থাকলেও, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো ‘সত্তা’র কার্যক্রম নিষিদ্ধের নির্দিষ্ট বিধান ছিল না

নতুন এই সংশোধনীতে আইনটিকে সময়োপযোগী করে সন্ত্রাসী সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধকরণ, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচার নিষিদ্ধকরণ, এবং অন্যান্য প্রয়োজনীয় অভিযোজন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সংশোধনের মাধ্যমে সন্ত্রাস প্রতিরোধে সরকারের সক্ষমতা আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।