যশোরে করোনায় একজনের মৃত্যু.ওআরেকজন করোনা রুগী শনাক্ত
সকালের বাংলা
প্রকাশের সময় : জুন ১৮, ২০২৫, ৩:০৩ অপরাহ্ন /
০
আনোয়ার.হোসেন.নিজস্বপ্রতিনিধ.
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমির হোসেন (৬৮) নামে ১রুগীর মৃত্যু । বুধবার (১৮ই জুন) ভোরে যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক এই তথ্য নিশ্চিত করেছেন। আমির হোসেন বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মখছেদ আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৬ জুন সার্জারি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন আমির আলী। তিনি মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রোববার তার শরীরে করোনার উপসর্গের দেখা দেয়। চিকিৎসকের নির্দেশে সোমবার নমুনা পরীক্ষা করলে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালের আইসিইউতে রেফার্ড করেন। আইসিইউ এর ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন জানান, করোনায় আক্রান্ত আমির হোসেন মারা গেছেন। তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, করোনা সন্দিগ্ধ আরও ৩ রোগী আইসিইউতে চিকিৎসাধীন। তাদের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে৷ রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত কিনা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, কিডনিজনিত সমস্যা ও পেটে ব্যথা নিয়ে আমির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার জ্বর-ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দেয়। নমুনা পরীক্ষায় দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। বুধবার ভোর ৬ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন মারা যান।
নতুন করে যশোরে আরও একজনের করোনা রোগী শনাক্ত হয়েছে।গতকাল মঙ্গলবার (১৭ই জুন) পরীক্ষা- নিরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট দুইজন করোনা রোগী শনাক্ত ।
আক্রান্ত পুরুষ রোগীর বয়স ৬৮ বছর। যশোরের বাঘারপাড়া তার নিজ বাড়ি । তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, কিডনিসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলো। পরে তার করোনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছে।
যশোর সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, আগামী সপ্তাহ থেকে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। কিটের কারণ চাহিদপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। করোনাভাইরাসের ব্যাপারে সকল কে সচেতন হওয়ার আহবান জানানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :