
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট’র কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
পিযুষ কুমার রায়কে আহ্বায়ক ও স্বপন কুমার সাহাকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন ১১ জন এবং সদস্য পদে রয়েছে ৪৮ জন।
কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন বিষ্ণু চন্দ্র সেন, প্রভাষক বিশ্বজিৎ কুমার সাহা, মিহির রায়, প্রদীপ রায়, সুমন চন্দ্র কর্মকার, উজ্জ্বল চন্দ্র সরকার, প্রভাষদ নৃপেদ্র নাথ রায় উদয়, তপন কুমার রায়, দীপালী রাণী, দুলাল চন্দ্র দাস, কমল কৃঞ্চ পাল।
সদস্য পদে রয়েছেন নয়ন কুমার রায়, নন্দন সেন মিঠুন, সুমন রায়, পূণ্য চন্দ্র সরকার, সুদিপ্ত কুমার সেন, সুমন কুমার সরকার, গোবিন্দ চন্দ্র রায়, পরিতোষ কুমার নায়েক, ধীমান চন্দ্র রায়, কাজল চন্দ্র রায়, অমল চন্দ্র রায়, সুশান্ত দে, বিশ্বনাথসহ ৪৮ জন।