জেলা প্রতিনিধি, যশোরঃ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যশোর জেলা সাংগঠনিক সম্পাদক ফাহমিদ হুদা বিজয়কে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (২২ জুন) রাতে যশোর সদর উপজেলার রেলগেট তেঁতুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ জুন) ফাহমিদ হুদা বিজয়কে যশোর বিএনপির জেলা কার্যালয়ে হামলা মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে লালদীঘিপাড় এলাকায় অবস্থিত বিএনপির জেলা কার্যালয়ে ভয়াবহ হামলা চালানো হয়। এতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একাধিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়।
তদন্তে উঠে এসেছে, ফাহমিদ হুদা বিজয় হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার একাধিক প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, ফাহমিদ হুদা বিজয় প্রয়াত সাংবাদিক ফখরে আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সমালোচিত ছিলেন।