1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরবাম:
হাকিমপুরে ইউপি সদস্যর রহস্যজনক মৃত্যু পরিবারের সন্দেহ হত্যা করা হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা প্রদান  সিরাজগঞ্জে পৌর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন, ইকবাল হাসান সভাপতি যশোর সৌদী রিয়াল প্রতারক চক্রের চার সদস্য আটক করেছে সাইবার ক্রাইম. রায়গঞ্জে প্রান্তিক পোল্ট্রি খামারীদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা – ফরিদা আখতার বিতর্কিত নীপা ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১ কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ সারাদেশে বিএনপি’র নাম ভাঙিয়ে ব্যবসা দখলসহ যানবাহন থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি! রেস্ট হাউসে নারীসহ হাতেনাতে ধরা পড়লেন ওসি, প্রত্যাহার

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে  বিদায় সংবর্ধনা  জানানো হলো- সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও ১৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের গর্বিত সদস্য  প্রফেসর সন্টু কুমার দত্তকে  । দীর্ঘবছর  সুনামের সাথে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করছেন এই বরেণ্য শিক্ষক।
বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জ সরকারি  কলেজে’র   ইংরেজি বিভাগের  হলরুমে- আয়োজিত এক জাঁক-জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজে’র সকল সহকর্মী, ছাত্র-ছাত্রীরা তাঁকে বিদায় সংবর্ধনা কালে  ফুলেল শুভেচ্ছা, স্মারক সম্মাননা এবং  উপহার প্রদান করে। এ বিদায় সংবর্ধনা   অনুষ্ঠানের    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অত্র কলেজে’র উপাধ্যক্ষ মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের নবনির্বাচিত সম্পাদক মোঃ সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব বিন জলিল ।
 কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর  মোঃ  আ‌মিনুল ইসলামের বক্তব্যে উঠে আসে গভীর শ্রদ্ধা ও অপরিসীম  ভালোবাসা এসময়ে  তিনি বলেন, প্রফেসর সন্টু কুমার দত্ত শুধু একজন শিক্ষক নন, তিনি এই কলেজে’র এক চলমান প্রতিষ্ঠান। তাঁর দায়িত্ববোধ, কঠোর পরিশ্রম ও মমতাময় ব্যবহারে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি।
আবেগঘন পরিবেশে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে তাঁর অনন্য শিক্ষাদান পদ্ধতি ও অনুপ্রেরণার কথা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, স্যার আমাদের কেবল ইংরেজি শেখাননি, শিখিয়েছেন মানবতা, শিখিয়েছেন সময়ের মূল্য, শিখিয়েছেন কীভাবে ভালো  মানুষ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে  হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রফেসর সন্টু কুমার দত্ত নিজে বলেন,  এই সিরাজগঞ্জ  সরকারি  কলেজ ছিল আমার ভালোবাসার স্থান, আমার দ্বিতীয় পরিবার। সহকর্মী, শিক্ষার্থী আর এই শহরের মানুষের ভালোবাসা পেয়েছি অফুরান। আজকে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার মন থাকবে এখানেই, আমার শ্রদ্ধেয় সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে।
এসময় অনুষ্ঠানে  সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সকল বিভাগের বিভাগীয় প্রধান গণ এবং কলেজে’র  প্রফেসর ড. মোঃ আনারুল হক, প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, প্রফেসর জসিমউদ্দিন সেখ, প্রফেসর রেজাউল বারী, প্রফেসর রেজাউল হক, প্রফেসর হাবিবুল্লাহ সিদ্দিকি, প্রফেসর হুমায়ূন খালিদ, প্রফেসর সোহেল আশরাফ, তালুকদার, মেহেদি সিদ্দিক,  মোঃ রকিবুল ইসলাম, মুক্তা রানী সাহা চৌধুরী, মোঃ আশিক-ই- রহমান, মোঃ মোফাজ্জল হোসেন, ‌বিদায়‌ী প্রফেসর  সন্টু কুমার  দত্ত এর সহধর্মিণী তাপসী দত্ত,  মেয়ে প্রিয়ন্তী দত্ত সহ শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews