গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মা, ছেলে ও দেবরকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১২ টায় পৌর শহরের বালুরচড় এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস এ্যাম্পল ২৯০ পিস ট্যাপেন্টাডলসহ তাদের আটক করা হয়। একই রাতে ২০ পিস ট্যাপেন্টাডলসহ এক যুবককে আটক করা হয় বলে জানিয়েছে ওসি।
আটককৃতরা হলেন, হাকিমপুর পৌর শহরের উত্তর বাসুদেবপুর বালুচড় এলাকার মোঃ জহুরুল ইসলাম ওরফে জনির স্ত্রী মোছাঃ শানু বেগম (৩২), তার ছেলে মোঃ জীবন ইসলাম (১৬), জনির ভাই লালমনিরহাট জেলার মোগলহাট এলাকার মোঃ মেহেনুল হকের ছেলে মোঃ স্বপন মিয়া (২৮)। অপরদিকে মোঃ জহুরুল ইসলাম ওরফে জনির এবং মহিলা কলেজ এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম।
হাকিমপুর থানার ওসি নাজমুল হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে বালুরচড় এলাকায় মাদক কেনাবেচা চলছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি বিশেষ টিম শানু বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫৮০ পিস নেশাজাতীয় এ্যাম্পল ও ২৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদককারবারীর সাথে জড়িত থাকার অপরাধে শানু বেগম, তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়াকে আটক করা হয়। একই রাতে পৃথক আর একটি অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আশিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। আজ রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।