হেলাল শেখঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসন্ন রাকসু নির্বাচনে ছাত্রশিবির “সম্মিলিত শিক্ষার্থী জোট” নামে প্যানেল ঘোষণা করেছেন।ভিপি: মোস্তাকুর রহমান জাহিদ (সভাপতি, রাবি শিবির) জিএস: ফাহিম রেজা, এজিএস: সালমান সাব্বির।একটি কথা প্রচলিত আছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি, শিবিরের ঘাঁটি। এই ক্যাম্পাসে অনেক ভাই শাহাদাত বরণ করেছেন। তাদের তরতাজা রক্তের দামে আজ ফাগুনের এই দিন এসেছে, ছাত্র শিবির কর্মীরা জানান তারা বিজয়ী হবেন বলে শতভাগ আশাবাদী।