বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তা প্রদানের লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে অংশ নেন উপজেলার ৬০ জন প্রান্তিক পর্যায়ের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তারা।
প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য অফিসার ড. মো: আমিমুল এহসান, জেলা ভেটেনারি অফিসার ড.মো: সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (পিএলসি) নওগাঁ জেলা শাখার ব্যবস্থাপক এস এম মাসুদ রানা, ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (পিএলসি) বিভিন্ন পযার্য়ের অফিসার প্রমুখ।