ঢাকাMonday , 8 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক!

সকালের বাংলা
September 8, 2025 7:24 am
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়।গত রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ী মিছারবাগ চায়না বিল্ডিং এর সামনে থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো-আশুলিয়ার বাগবাড়ি এলাকার আশরাফুল (৩০) ও আশুলিয়ার পূর্ব ধোনাই এলাকার মাসুদ (৫৫)।যৌথ বাহিনী জানায়, রবিবার রাত ৮টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনা টহল চলাকালে হেয়ার ফ্যাক্টরির সামনে থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় ১ জনকে আটক করা হয়। পরে তাদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী আশরাফুলকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক মাদক ব্যবসায়ী মাসুদকে আটক করা হয়। আটককৃত মাসুদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।যৌথ বাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে সেনাবাহিনীর সদস্যরা জানান।