ঢাকাFriday , 28 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি সদস্য গ্রেপ্তার

jahid Hossain
March 28, 2025 8:48 am
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলার থেতরাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র রায়(৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার থেতরাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় ইউপি সদস্য অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার রমেশ চন্দ্র রায়ের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।