ঢাকাWednesday , 13 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা শিপলু নারীসহ আটক

সকালের বাংলা
September 13, 2023 1:02 pm
Link Copied!

জামালপুর প্রতিনিধি ॥
অনৈতিক কর্মকান্ডের অভিযোগে রানাগাছা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জাকির উল্লাহ শিপলুকে এক যুবতীর ঘরে আটকে দেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৭টার দিকে রানাগাছার বানারেরপাড় এলাকার লেবু (সাবেক মেম্বার) মেম্বারের ছেলে মো. জাকির উল্লাহ শিপলু স্থানীয় এক যুবতীর ঘরে অনৈতিক কাজের উদ্দেশ্যে প্রবেশ করে। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে বাইরে থেকে শিপলু ও যুবতীকে ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে ওই ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা ঘটনাস্থলে যান। পরবর্তীতে জামালপুর সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তারা এর আগেও আরও কয়েকবার এরকম ঘটনা ঘটিয়েছিল বলে জানান এলাকাবাসী।
স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা জানান, ছেলে-মেয়ে উভয়ই একই স্বভাবের। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছে। আজকের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গেলে আমাকে তারা এড়িয়ে যায়। পরে সেখান থেকে আমি চলে আসি। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এলাকাবাসী তাদের দুজনকে আটকে রাখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের দুজনকে ২৯০ (গণউপদ্রব) ধারায় আদালতে প্রেরন করা হয়।