ঢাকাFriday , 21 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

মানবতার মৃত্যু হয়েছে? আইন বহির্ভূত কর্মকাণ্ড বৃদ্ধি, বিচারহীনতার হুমকি

Link Copied!

হেলাল শেখঃ বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি ঘটছে, এবং আইন বহির্ভূত কর্মকাণ্ডের হারও বৃদ্ধি পেয়েছে। রাজধানী ঢাকা ও সাভার আশুলিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিচারের নামে মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে জামালপুরের ১১ নং শাহবাজপুর ইউনিয়নে, যেখানে তালুকদার বাড়ির সামনে এক ব্যক্তিকে পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মমভাবে মারপিট করে হত্যার চেষ্টা চালানো হয়।

এ ধরনের নৃশংস হামলা ও মারপিটের ঘটনা সত্যিই উদ্বেগজনক। বিশেষ করে রোজার দিনের মতো পবিত্র সময়ে এমন নিষ্ঠুরতা দেখানো দেশের মানবিক চিত্রের প্রতি এক গভীর প্রশ্ন চিহ্ন রেখে যাচ্ছে। মানবাধিকার লঙ্ঘন করাও এক শাস্তিযোগ্য অপরাধ, তবে এসব ঘটনা সত্ত্বেও অপরাধীরা যেন কোনো শাস্তির মুখোমুখি হচ্ছে না, এটা আমাদের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিয়েছে।

এছাড়া, সাংবাদিকদের উপরও নৃশংস হামলা ও মামলা করা হচ্ছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ভীতি ও হুমকির সম্মুখীন হচ্ছেন। থানায় অভিযোগ করার পরও অনেক সময় কোনো বিচার পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী পরিবারগুলোও নিরাশ হয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, যদি পুলিশই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা পাবে?