ঢাকাMonday , 10 March 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচটি দোকান ও তিনটি বাসা পুড়ে ছাই, ক্ষতি ৯৫ লাখ টাকা

Link Copied!

মোঃ আবুল কাশেমঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরার চালা এলাকায় গত ৯ই মার্চ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক রাত ১১টা ২০ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছেন শাহ আলম (৩৮), যিনি ২০১৬ সাল থেকে ওই মার্কেটে ভ্যারাইটিজ ও মোদি দোকান পরিচালনা করছিলেন। এনজিও থেকে ১২ লাখ টাকা ঋণ নিয়ে তিনি ঈদ উপলক্ষে মালামাল সংগ্রহ করেছিলেন। অগ্নিকাণ্ডে তার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শাহ আলম বলেন, “আমার স্ত্রী প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন। অনেক কষ্ট করে ব্যবসা গড়ে তুলেছিলাম। চোখের সামনে সব পুড়ে গেল, আমি এখন বেঁচে থেকেও মৃত লাশের মতো।”

এই মার্কেটে একটি আর সেলুন, ফার্মেসি ও কাপড়ের দোকান ছিল। শুধুমাত্র বিল্লাল হোসেন নামের একজন ব্যবসায়ী তার দোকান থেকে কিছু মালামাল বের করতে সক্ষম হন, তবে বাকি সব দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সরকারি সহযোগিতা পাওয়ার দাবিও তুলেছেন।