ঢাকাThursday , 24 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে মারধর করে অটোরিকশা ছিনতাই এর অভিযোগ উঠেছে কৃষক লীগ নেতার বিরুদ্ধে

সকালের বাংলা
October 24, 2024 12:53 pm
Link Copied!

বিরুদ্ধেশ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের উপজেলার কাওরাইদ ইউনিয়নে যাত্রী সেজে অটোরিকশা ভাড়া নিয়ে পথিমধ্যে চালককে মারধর করে পিটিয়ে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।এতে ভুক্তভোগী অটোরিক্সার ড্রাইভার বিল্লাল হোসেন শ্রীপুর মডেল থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুজনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছে।ঘটনাটি ঘটেছে গত(১২ অক্টোবর)শনিবার সন্ধ্যার দিকে।জানা যায় এখনো ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার হয়নি।আহত অটোরিকশা চালক হলেন শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত ইদ্রিস আলী ফকিরের ছেলে বিল্লাল হোসেন।উল্লেখ যে অভিযোগ সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো ১২ অক্টোবর শনিবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন অটো চালক বিল্লাল হোসেন।তিনি জানান,ওইদিন সন্ধ্যা ৭টার দিকে কাওরাইদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি যাত্রী সেজে স্থানীয় ইউনিয়ন কৃষক লীগ নেতার বাড়িতে যাবে বলে অটোরিকশা ভাড়া নেয়।পরে পথিমধ্যে ওই কৃষক লীগ নেতা জাকির হোসেনসহ অজ্ঞাত আরো দুইজন অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে কাশিমপুর গজারি বনের নিকটে নিয়া মারধর করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে।এ সময় তিনজন ছিনতাইকারী যাত্রী সেজে পরিকল্পিত ভাবে অটোরিকশা ছিনতাই করেছে বলে জানান।উল্লেখ যে অভিযুক্ত বিবাদী কাওরাইদ গ্রামের শাজাহানের ছেলে ছিনতাইকারী জাকির হোসেনসহ অজ্ঞাত নামা আরো দুইজন।বিল্লাল হোসেন জানান,জাকির হোসেন বিগত কিছুদিন পূর্বে অন্যের বাড়ির ছাগল চুরির ঘটনার সাথেও জড়িত ছিল।স্থানীয় কৃষক লীগ নেতাসহ অজ্ঞাত দুই ব্যক্তি যাত্রী সেজে অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম অবস্থায় গজারি বনের ভেতরে ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ওই চালককে উদ্ধারের পর তার চিকিৎসার ব্যবস্থা করে।পরে ১৩ অক্টোবর বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী অটো চালক।এসব বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জয়নাল আবেদনী জানান অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওনা হবে।