ঢাকাTuesday , 15 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

সয়াগোবিন্দে  বাড়ির তালা ভেঙে সোনার গহনা, এলইডি টিভি ও নগদ অর্থ চুরি 

Link Copied!

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ মহল্লা’র নয়ন মোড় এলাকার  একটি বাড়ি থেকে দেড় ভরি সোনার গহনা, একটি ৫২” সনি গ্রাভিয়া এলইডি টিভি ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয় । এতে প্রায় ৩’লক্ষ ৮০’হাজার টাকার ক্ষতি হয়েছে বলে- ভুক্তভোগী   পরিবারের সদস্য  মোছাঃ আতিয়া পারভীন (৪৭) জানান ।
সোমবার (১৪ এপ্রিল) সয়াগোবিন্দ গ্রামের নয়ন মোড়ের মরহুম  আব্দুর রশিদের স্ত্রী মোছাঃ আতিয়া পারভীনের বাড়ীতে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
জানা যায় যে, গত ১৩ এপ্রিল  সকাল আনুমানিক ৭ টা হতে ১৪ এপ্রিল-২০২৫ খ্রিঃ সময়ে বাসা বাড়িতে কেউ না থাকায় অজ্ঞাত চোর/ চোরেরা কৌশলে বাসার মেইন দরজা তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে স্টিল ট্রাংক,স্টিলের আলমারি তালা ভেঙে ৩ জোড়া স্বর্ণের কানের দুল যার ওজন দেড় ভরি, নগদ ২০’হাজার টাকা, ব্যবহারিক নতুন থ্রি-পিস, শাড়ি, একটি ৫২” সনি গ্রাভিয়া এলইডি টিভি এবং অন্যান্য জিনিসপত্র রক্ষিত মালামালগুলো চুরি করে নিয়ে যায় যার মূল্যে ২০ হাজার টাকা। এতে সর্বমোট ৩’লক্ষ ৮০’হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় মোছাঃ আতিয়া পারভীন সিরাজগঞ্জ সদর থানায় একটি এজাহার দায়ের করেছে বলে জানা যায় ।