สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อตเว็บตรง สล็อตออนไลน์ บาคาร่า
হাকিমপুরে হার্টে ছিদ্র নিয়ে দূর্বিসহ জীবন কাটাচ্ছে ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র আকাশের অর্থে অভাবে চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা - সকালের বাংলা
ঢাকাThursday , 31 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

হাকিমপুরে হার্টে ছিদ্র নিয়ে দূর্বিসহ জীবন কাটাচ্ছে ৬ ষ্ঠ শ্রেনীর ছাত্র আকাশের অর্থে অভাবে চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা

সকালের বাংলা
August 31, 2023 12:47 pm
Link Copied!

গোলাম মোস্তাফিজার রহমান মিলন,  হিলি প্রতিনিধি:
হার্টে ছিদ্র নিয়ে চিকিৎসার অভাবে দিন—দিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৬ষ্ঠ শ্রেনিতে পড়–য়া আকাশ। বাবা পেশায় দিনমজুর আর মা গৃহীনি।এভাবেই চলে তাদের কষ্টের সংসার।চিকিৎসকরা বলেছেন,এক মাসের মধ্যে আকাশের হার্টের অপারেশন করতে হবে। এই জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। দিনমজুর বাবা’র পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব না হওয়ায় ছেলের চিকিৎসায় বিত্যবানদের কাছে সাহায্য প্রত্যাশী আকাশের পরিবার।
এক সময়ের চ লা এই ছেলে শিশুটি এখন শুধুই নিঃশ্চুপ।সমবয়সী সবাই এদিক—সেদিক ছুটোছুটি করলেও আকাশ তার রোগের কাছে অসহায়।অল্প হাটতেই হাঁপিয়ে ওঠে সে,বন্ধ হয়ে আসে শ^াস প্রশ^াস।স্কুলে ভর্তি হলেও চলাফেরা করতে না পারায় এক বছর ধরে স্কুলে যেতে পারেনা সে। দিন যতই যাচ্ছে ততই অসুস্থ্য হয়ে পড়ছে আকাশ।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকার নওপাড়া গ্রামের আব্দুল খালেক পেশায় একজন দিনমজুর,যার নুন আনতে পান্তায় ফুরায়।তারই ১২ বছর বয়সী একমাত্র সন্তান আকাশের দেখা দিয়েছে হার্টের সমস্যা। হার্ট ফুটো থাকায় এক মাসের মধ্যে অপারেশন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা,এতে প্রয়োজন ৪ লাখ টাকার,তবে অর্থের অভাবে অনিশ্চিত তার সন্তানের চিকিৎসা কার্যক্রম। অন্যসব ছেলে—মেয়েদের মতো স্কুলে যেতো আকাশ,উপজেলার বিশাপাড়া উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনিতে পড়াশোনা করতো সে,তবে এখন অসুস্থতা থমকে দিয়েছে তার জীবনের চলার পথ। নতুন করে জীবন গড়াতে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতায়
এক বছর আগে আকাশের হার্টে ধরা পড়ে ছিদ্রদিন যতই যাচ্ছে বাড়ছে হার্টের ছিদ্রের আকার। সম্প্রতি ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন আগামী এক মাসের মধ্যে আকাশকে অপারেশন করাতে হবে। আর এই জন্য প্রয়োজন ৪ লাখ টাকা।
স্থানীয়রা বলছেন,আকাশের বাবা’র যে আয় তা দিয়ে কখনোয় সম্ভব না ছেলের চিকিৎসা করা। তারাও চেয়েছেন বিত্তবানদের সাহায্য।
আকাশের বাবা আব্দুল খালেক ও মাতা মোছা: আক্তার বলেন,আমাদের একমাত্র ছেলেকে বাচঁতে সকলকে এগিয়ে আশার অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম,বলেন, আমি বিষয়টি জানার পর উপজেলা সমাজসেবা অধিদপ্তরে তার চিকিৎসার কাগজপত্রসহ আবেদন করেছি।কিন্ত সেই অর্থ পেতে সময় লাগবে। তাই শিশুটির চিকিৎসার জন্য দেশ ও বিদেশের সকল বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানাচ্ছি।
সকলের সহযোগীতায় পারে ছোট্ট শিশু ছেলেকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে। আকাশকে সাহায্য পাঠাতে তার বাবা’র (বিকাশ নগদ) নং— ০১৪০১৭৮৮২০১