ঢাকাThursday , 7 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি সংবাদ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জীবনযাপন
  12. ঢাকা
  13. তথ‌্য-প্রযুক্তি
  14. পড়ালেখা
  15. বরিশাল
আজকের সর্বশেষ সবখবর

হিলিতে চেয়ারম্যান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সকালের বাংলা
September 7, 2023 12:51 pm
Link Copied!

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী স্কুল মাঠে চেয়ারম্যান টুর্নামেন্ট-২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আগত রিকাবী গ্লোবাল ক্লাব এর আয়োজনে রিকাবী স্কুল মাঠে চেয়ারম্যান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এস টি এস ক্লাব ও ভাদুড়িয়া বাজারের ভাই ভাই ফ্যাশান হাউজ খেলোয়াড় দল।
ভাদ্র মাসের ভ্যাপসা গরমে পড়ন্ত বিকেলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফুটবল প্রেমীদের উপছে ভিড় লক্ষ্য করা গেছে। নারী পুরুষ এর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় রিকাবী ফুটবল মাঠ।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি আব্দুল মজিদ ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এসময় উপস্থিত ছিলেন আলিহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, হাকিমপুর হিলি পৌর সভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, আলিহাট ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, ইউপি সদস্য ইমরান আলী, এ্যাডভোকেট মঞ্জরুল আলম, সাহাদৎ আলী, রিকাবী হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাদি, সহকারী প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বিদ্যুৎসহ আরও অনেকে।
আয়োজক কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেছেন।
খেলায় নির্ধারিত সময়ে ১-০ গোলে ভাই ভাই ফ্যাশান হাউজ দল দাউদপুর এস টি এস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ভাই ভাই ফ্যাশান হাউজ দলকে একটি বলদ গরু ও রানার্সআপ দল দাউদপুর এস টি এস ক্লাবকে একটি খাসি তুলে দেন অতিথি বৃন্দ।