গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে হিলি সিপি ক্যাম্প ও মংলা বিশেষ ক্যাম্পের টহলদল এ অভিযান চালায়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ৪নং পোষ্টের নিকটবর্তী স্থানে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে ভারত থেকে আসা চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা পানিতে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া বস্তার ভেতর থেকে ছোট ছোট পলিথিনে মোড়ানো অবস্থায় ২,৯৪০ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন পাওয়া যায়।
অপরদিকে মংলা বিশেষ ক্যাম্পের টহলদল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মংলাপাড়া গ্রামের মাঠে অভিযান চালায়। টহলদল চ্যালেঞ্জ করলে এক চোরাকারবারী একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১,৪৭৫ পিস কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।