হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের পবনারটেক রুপায়ন মাঠ সংলগ্ন একটি ঝুট গোডাউনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে কয়েক লাখ টাকার ঝুঁট কাপড়, আগুন নিয়ন্ত্রণে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করেন।
শুক্রবার (৭ মার্চ২০২৫ইং) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের রূপায়ণ মাঠ পবনারটেক এলাকার মোঃ শরিফ এর ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে আগুনের লেগেছে, তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তারা বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিটকে তলব করা হয়।পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন এবং প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
প্রাথমিকভাবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। অনেকেই জানান, ঝুঁটগোডাউনের আশপাশে মাদক সেবনকারীদের আড্ডা, গাঁজা বা সিগারেট খাওয়া পর আগুন ফেলে দেওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।