1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
কুড়িগ্রামে গম চাষে বাম্পার ফলন - সকালের বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
শিরবাম:
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জামায়াতের ৭দফা দাবিতে ঢাকায় জাতীয় সমাবেশে! হাকিমপুরে কিন্ডারগার্ডেন স্কুল সোসাইটির কমিটি গঠন সভাপতি মোস্তফা সম্পাদক আওলাদ রাণীশংকৈলে জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীর পাশে শুভসংঘ  সিরাজগঞ্জে তরুণ সম্প্রদায়ের ৪৭বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন কৃষকের   ১শ ২৬ টি মেহগনির চারা গাছ  কেটে নষ্ট  ফেলেছে  দুর্বৃত্তরা সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষ রোপন  শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ: কবি হাসান হাফিজ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার আশুলিয়ায় দুই প্রবাসীর স্ত্রীর কাছে পৃথকভাবে মোটা অংকের চাঁদা দাবি—টাকা না পেয়ে বাড়ি ঘর ভাংচুর, থানায় অভিযোগ নওগাঁ আইন কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত 

কুড়িগ্রামে গম চাষে বাম্পার ফলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকায় গম চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। অন্যবছরের তুলনায় এবছর উপজেলায় ব্যাপক গম চাষ করা হয়েছে। গমের সবুজ পাতার সমারোহ চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে। গম চাষীদের আশা এবার প্রতি বিঘা জমিতে ১০ থেকে ১২ মন করে গমের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাজারেও দাম তুলনামূলক অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যারা গম চাষ করেছেন তারা ভালো স্বাবলম্বী হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমান মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও ফলন ভালো হওয়ার ও ব্যাপক লাভের আশা করছেন এই এলাকার কৃষকেরা। জানা গেছে, অনেক কৃষক আমন ধান তোলার পরে আলু বা সরিষা রোপণ না করে গম চাষ করেছেন। টানা কয়েক বছর ধরে গমের ফলন ও দাম দুটোই ভালো পাওয়ায় চলতি মৌসুমে উপজেলায় ব্যাপক পরিমাণে গমের চাষাবাদ করেছে প্রান্তিক চাষিরা। এ অঞ্চলের মানুষ সাধারণত কৃষির ওপর নির্ভরশীল। গম চাষের পাশাপাশি সারা বছর এ অঞ্চলের চাষিরা বিভিন্ন ধরনের ফসল ফলে জীবন-জীবিকার নির্বাহ করেন। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলার ১টি পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নে গম চাষের লক্ষ্য মাত্রা ৬ শত ৯০ হেক্টর। গম চাষের লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গেছে। গম উৎপাদন লক্ষ্য মাত্রা ২ হাজার ৪ শত ৬৪ মেঃটন। উপজেলা কৃষি অফিস থেকে ক্ষুদ্র ও প্রান্তিক গম চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তাদের বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া অব্যহত রয়েছে বলে জানান সুত্রটি। সরেজমিনে উপজেলার তিস্তার চরাঞ্চল সহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, গম চাষের সমারোহ। মাঠ জুড়ে শোভা পাচ্ছে গমের সবুজ পাতা। চারিদিকে কৃষকদের গমের সবুজ রঙে ভরে গেছে। নয়ন জুড়ানো দৃশ্য মেতে উঠেছে ফসলের মাঠে। এখন মাঠজুড়ে সবুজ রঙে স্বপ্ন বুনছেন চাষিরা। অল্প কিছুদিনের মধ্যে গমের শীষ পুরোপুরি বের হয়ে আসবে। অথচ কালের বিবর্তনে দিন দিন বিলুপ্তির পথে যেতে বসেছিল গম চাষ করা। একসময় উপজেলার প্রতিটি মাঠ জুড়ে করা হত ব্যাপক পরিমাণে গম চাষ। কিন্তু বর্তমানে কৃষক আলু চাষের দিকে বেশি ঝুঁকছেন। ফলে গম চাষ দিন দিন হারিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের গম বীজ সরবারহ করায় কৃষকরা গম চাষে বেশি ঝুঁকছেন। আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার ১৩টি ইউনিয়নে চলতি মৌসুমে গমের ব্যাপক চাষাবাদ হয়েছে। পাশাপাশি গত বছরের চেয়ে এ বছরও ভালো ফলনের পাশাপাশি ভালো দামের স্বপ্ন বুনছেন চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরাসরি কৃষকদের সার্বক্ষণিক সহযোগিতাসহ মাঠপর্যায়ে গিয়ে গমক্ষেত দেখে বিভিন্ন পরামর্শ দেওয়ায় কৃষকরা গমের চাষাবাদ বাড়িয়েছেন। চরাঞ্চলের টিপমা এলাকার মহিল উদ্দিন জানান, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসাবে বীজ ও সার নিয়ে ৩৩ শতক জমিতে গম চাষ করেছি। এ পর্যন্ত খরচ হয়েছে ৮ হাজার টাকা। গম উঠানো পর্যন্ত আরও খরচ হবে ৭ হাজার টাকা। মোট খরচ হবে ১৫ হাজার টাকা। যেভাবে আশানুরূপ ফলন হচ্ছে তাতে গমের আশা করছি প্রায় ১৮ মণ। গত বছর গমের বাজার ছিল মণ প্রতি ১৬’শ টাকা। এবারো এমন বাজারের আশায় মোট আয়ের আশা করছেন ২৮ হাজার টাকা। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, চরাঞ্চলে আমার ব্লকের মধ্যে নন্দুনেফড়া, শুকদেব, কাজির চক ও টিটমা এলাকায় মোট ৬৫ টি গমের প্রদর্শনী রয়েছে। এসকল গম চাষিদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসকল গম চাষি সহ আমার ব্লকের সকল গম চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়ায় এখানে গমের বাম্পার ফলনের আশা করছি। এবারে আবহাওয়া অনুকুল থাকায় গম চাষিরা অনেক লাভবান হবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার গমের আবাদ অনেক বেশি হয়েছে। গম চাষের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তাও ছাড়িয়ে গেছে। আমরা প্রতিনিয়ত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এ বছর কৃষকরা গমের ভালো ফলন পাবেন বলে জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews