1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
শিরবাম:
আশুলিয়ায় তিতাস গ্যাসের ৫ শতাধিক বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন! সাভারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৪০ জনকে আটক করেছে পুলিশ! আশুলিয়ায় ৮ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু-বাড়ির সেফটি ট্যাংকি থেকে লাশ উদ্ধার আশুলিয়ায় গাজীরচট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর শুভ উদ্বোধন টানা সপ্তম দিনের মতো কর্মবিরতিতে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ এর কর্মীরা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ আশুলিয়ায় অপরিকল্পিত বাড়ি নির্মাণ-বাড়ির মালিকের গাফেলতিতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জে রেল যোগাযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এবং স্মারকলিপি প্রদান  প্রেমিকার হাতে প্রেমিকের বিশেষ অঙ্গ কর্তন উলিপুরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের উত্তর মতলবে উদ্ধোধন হলো ফায়ার সার্ভিস স্টেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২২ Time View
শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে আমরা সবাই উন্নয়নে রূপকার শেখ হাসিনার পক্ষেই আছি।
শনিবার দুপুরে চাঁদপুরের উত্তর মতলব উপজেলার গজরায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে মতলব উত্তরের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে।
চাঁদপুরের উত্তর মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ মো. জাকির হোসেন জানান, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ প্রকল্প (সংশোধিত ১৪৩) উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উত্তর মতলব উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়। আরও প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়।
সভার সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক আব্দুল হালিম।
চাঁদপুরের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, কুমিল্লার সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন, প্রজেক্ট ডিরেক্টর শহীদ আতাহার হোসেন।
উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় ডিডি আব্দুল হামিদ, বৃহত্তর কুমিল্লা সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভুঁইয়া, চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, জেলা যুবলীগের সদস্য গাজী সাখাওয়াত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews