মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা বাগানে এলাকা থেকে জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ লিটার চোলাই মদসহ রাজেশ মির্দা (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার ৭ এপ্রিল বিকাল ৩ ঘটিকার সময় জুড়ী থানার এসআই ফরহাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাপনাপাহাড় চা বাগানের এলাকায় থেকে আসামি রাজেশ মির্দা এর বসত বাড়িতে বিশেষ অভিযান চলিয়ে ঘরে রাখা ৭১ লিটার দেশি চোলাই মদ সহ আসামি রাজেশ মির্দা (২৪) কে গ্রেফতার করেন,
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া এর দিকনির্দেশনায় এসআই ফরহাদের নেতৃত্বে এসআই মোস্তফা কামাল, এসআই তুহিন মুন্সি, সঙ্গীয় ফোর্সসহ সিতারাম এর পুত্র রাজেশ মির্দাকে আটক করেন। জানা যায়, দীর্ঘদিন থেকে রাজেশ মির্দা দেশি চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিল।
আসামি রাজেশ মির্দা (২৪) পিতা- সিতারাম সাং- কাপনাপাহার চা বাগান, জুড়ী, মৌলভীবাজার
৭১ লিটার চোলাই মদ,মূল্য ২১,৩০০/ টাকা৷
মুঠোফোনে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।