1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরবাম:
তাড়াশে ৫ অসহায় ও দুঃস্থ্ পরিবারের নারীদের    মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কপিলমুনিতে আলোচনা সভা   বিএনপি’র নির্যাতিত ও ত্যাগী নেতা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী। রাজাপুর ডিগ্রি কলেজের নতুন  এডহক কমিটিকে বরণ ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত  সিরাজগঞ্জ শহর জামায়াত ইসলামীর  উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত  নওগাঁয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং উলিপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা শেখ হাসিনা একজন “সাইকোপ্যাথ কিলার”: ববি হাজ্জাজ শ্রীপুরের চন্না পাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিশাল এক ওয়াজ মাহফিল।

ফ্যাসিস্টদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার এ বাংলাদেশের মাটিতেই হবে। সে যেই হোক না কেন। আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যেন কার্যক্রমগুলো দ্রুত ভাবে করতে পারে। সারা দেশে যে মামলাগুলো হয়েছে, তার মধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আমাদের আহ্বান, যেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়। আর সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার করে।’

 

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে বাঙ্গাখাঁ উচ্চ বিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

পরবর্তীতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমাদের দেশে বড় দুর্যোগ এসেছে। এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করেছে এটাও আমরা দেখেছি। এ ধারা অব্যাহত থাকবে। এখন আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রমের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে কাজটি এগিয়ে নিতে।’

 

বন্যার্তদের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘পানি কমছে, মানুষজনও আস্তে আস্তে আশ্রয়ণ কেন্দ্র থেকে চলে যাচ্ছেন। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমছে। এখানে খালগুলো দখল হয়ে গেছে এ জন্য এমনটি হয়েছে শুনেছি। সেই দখল হওয়া খালগুলো উদ্ধার করা গেলে দীর্ঘমেয়াদি সুরাহা হবে।

 

এখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য ইতোমধ্যে বরাদ্দ পাঠানো হয়েছে। সে বরাদ্দ অনুযায়ী খুব শিগগিরই গৃহ নির্মাণ কাজ করা হবে। জনস্বাস্থ্যের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছি। দীর্ঘ মেয়াদী পুনর্বাসনের জন্য শিক্ষা-স্বাস্থ্য থেকে শুরু করে এ জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে কাজ করবে।’

 

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews