মোঃ এমদাদুল হক বগুড়া।
বগুড়ায় বর্তমান স্বামীর টাকা ও স্বর্ন অলংকার আত্মসাৎ করে আগের স্বামীর সাথে সংসার করার অভিযোগ উঠেছে।
ভুক্তভুগী আহসান হাবিব ১২ অক্টোবর বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী রাজিয়া সুলতানার নামে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার এসআই মুনজুরুল।
অভিযোগে উল্লেখ করেন, বগুড়া সদর উপজেলার মৃত খোরশেদ আলমের ছেলে আহসান হাবিবের দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা বিয়ের পর থেকেই সাংসারিক কলহ লেগেই থাকতো। তাকে অনেক বুঝিয়েও ভালো হয়নি।
আহসান হাবিবের অনুপস্থিতিতে রাজিয়া সুলতানা ১২ অক্টোবর ১ লাখ ২০ হাজার ৫০০ টাকা ও ১ ভরি সোনা নিয়ে তার আগের স্বামীর কাছে চলে যায়।
অভিযোগে আহসান হাবিব আরো উল্লেখ করেন, আমি আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে মোবাইল বন্ধ দেখায়। তারপর লোকজনের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে মিথ্যা মামলা ও তালাকের হুমকি দেন। সংসার করা অবস্থায় রাজিয়া সুলতানার পিতাকে পর্যায়ক্রমে জমি বাবদ ৩ লাখ ১৫ হাজার টাকা প্রদান করি। প্রশাসনের কাছে আমি আমার পাওনা টাকা উত্তোলনের আইনগত সহয়তা চাই।