1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরবাম:

বিজিবি ও ছাত্র-জনতার স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৪০ Time View

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইজলামারী গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে ছিল। রাস্তার বেহাল দশায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। তবে এবার সেই অবহেলিত রাস্তার সংস্কারকাজ হয়েছে স্বেচ্ছাশ্রমে। আর এতে নেতৃত্ব দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় ছাত্র-জনতা।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির সার্বিক সহযোগিতায় স্থানীয় ছাত্র-জনতা মিলে রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন। তাদের এই মহৎ উদ্যোগ প্রশংসিত হচ্ছে উপজেলার সর্বমহলে।

 

রৌমারীর সদর ইউনিয়ন ইজলামারী গ্রামের বিজিবি মোড় থেকে বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ছিল। এতে দুর্ভোগের শিকার হতেন শিশুশিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীসহ টহলরত বিজিবির সদস্যরা। এ রাস্তায় যানবাহন চলাচল অনেকটাই অসম্ভব ছিল। গ্রামবাসীর কাছে এই রাস্তা ছিল প্রতিদিনের দুর্ভোগের নাম।

 

স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও ভীষণ দুর্ভোগ পোহাতে হতো। ইজলামারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের তত্ত্বাবধানে এবং স্থানীয় ছাত্র-জনতার সহায়তায় গ্রামবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে এগিয়ে আসেন।

 

বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কাজেও নিজেদের নিয়োজিত রেখেছেন। রাস্তা মেরামতের জন্য এই উদ্যোগ গ্রহণের আগে বিজিবি ক্যাম্পের অধিনায়ক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।

 

সরেজমিন গিয়ে দেখা গেছে, এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষের চোখেমুখে আনন্দ ফুটে উঠেছে। ইজলামারী, পূর্ব ইজলামারী, বারবান্দা, জামাইপাড়া, ভন্দুরচরসহ আশপাশের গ্রামের প্রায় ১০ হাজার মানুষের জন্য এটি এখন একটি বড় স্বস্তির বিষয়।

 

ইজলামারী ছাত্রসমাজের পক্ষ থেকে সোলাইমান সরকার বলেন, ‘রাস্তাটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন ১০ হাজার মানুষ। জনদুর্ভোগ নিরসনে বিজিবি ও ছাত্রসমাজ মিলে রাস্তাটি মেরামত করা হয়। এখন এ এলাকার মানুষ রাস্তাটিতে ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবে। ফলে কমে আসবে সড়ক দুর্ঘটনা।’

 

গাড়িচালক মুনজিল হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বর্তমানে যে কাজ হয়েছে এখন দুর্ঘটনা কমে আসবে বলে আশা করি।’

 

লুৎফর হোসেন নামে স্থানীয় বাসিন্দা বলেন, ‘আগে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর ছিল। বিজিবি ও ছাত্রসমাজ রাস্তাটি সংস্কার করে যাতায়াতের উপযোগী করে তুলেছে। এজন্য আমরা অনেক খুশি।’

 

ইজলামারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোতাহার হোসেন বলেন, ‘আমাদের টহল জোরদার করতে ও এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ছাত্রসমাজকে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে সীমান্তে টহল জোরদারসহ এ সড়কে দুর্ঘটনা অনেক কমে আসবে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

এ ব্যাপারে কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, ‘রাস্তাটির জন্য কোনও বরাদ্দ নেই। বরাদ্দ

পেলে সংস্কার করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews