মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতাকর্মীর উপর হামলা, মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় মামলায় শাজাহান প্রামানিক (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাজাহান উপজেলার ভাটকৈ উত্তরপাড়া গ্রামের আফজাল প্রামানিকের ছেলে। তিনি বড়গাছা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
জানা গেছে, গত ১৭ নভেম্বর ইউনিয়ন আওয়ামীলীগের এক অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা সদরের গোলচত্বর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় গোলচত্বর এলাকায় আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা, মারপিট ও মোটরসাইকল ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় রাসেল নামে এক আওয়ামীলীগ নেতা বাদি হয়ে এজাহার নামীয় এবং অজ্ঞাত আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো: সেলিম রেজা বলেন, মামলার পরিপ্রেক্ষিতে শাজাহানকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।