1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন
শিরবাম:
সাভার প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নাজমুল হুদা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর অধিদপ্তরে হস্তান্তর ২১তম জাতীয় সিনিয়র-জুনিয়র তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জুনিয়র পুরুষ -জুনিয়র মহিলা বিভাগে রানার্স ট্রফি অর্জন করায় – জেলা প্রশাসকের অভিনন্দন ও সংবর্ধনা  উলিপুরে ১৫’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নয়ন গ্রেপ্তার ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান: ৮০ হাজার টাকা অর্থদন্ড পৃথক অটোরিকশা মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৯ থানা থেকে ওসি শাহ আলমের পলায়ন, প্রত্যাহার হলেন ওসি মহিবুল্লাহ! রাণীশংকৈলে পৌর কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত  ৫’শ.হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ পাসপোর্ট কার্যালয়ে দুদকের অভিযান

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৭১ Time View

মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রি, সংরক্ষণ ও মাদক সেবনের অপরাধে দুইজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার জেলা মাদকদ্রব্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চককুতুব গ্রামের কফিল উদ্দীনের স্ত্রী আনজুআরা (৪১) ও খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২২)।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, নারী আনজুআরা মাদক ব্যবসা করে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তার বাড়িতে মাদকদ্রব্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ি তল্লাশী করে গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ওই নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া খট্টেশ^র পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় যুবক রবিউল ইসলামকে আটক করা হয়। এতে মাদক সেবনের অপরাধে রবিউলকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের জেল দেওয়া হয়।

এ সময় জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর খলিলুর রহমান, সাব—ইন্সপেক্টর শাহিন শওকত ও আব্দুল্লাহিল বাকি উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews