সজীব হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা নূন্যতম ৩৫- বছর করার দ্রুত প্রজ্ঞাপন চেয়ে নওগাঁয় মানববন্ধন হয়েছে । মঙ্গলবার (৮ অক্টোবর ) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে সাধারন শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন – পৃথিবীতে শুধু বাংলাদেশ আর পাকিস্থান ছাড়া কোন দেশে সরকারী চাকুরির বয়সসীমা ৩০ এর কোঠায় নাই । এছাড়া পৃথিবীতে ১৯৫টি দেশের মধ্যে ১৬২ দেশে সরকারি চাকুরি’র বয়সসীমা ৩৫ এর উর্ধ্বে । অথচ পড়াশুনা শেষে মাত্র ৩-৪ বছর চাকুরির বয়সে সরকারি চাকুরি পাওয়া অসাধ্য প্রায়। ফলে দেশে বেকারত্বের হার বৃদ্ধির কারন হতে পারে এই চাকুরিতে ৩০ বছর বয়স সীমা । দ্রুত প্রধান উদেষ্টার নিকট সরকারি চাকুরিতে বয়সসীমা ৩৫ বছর করে প্রাজ্ঞাপন জারি করার দাবি জানান শিক্ষার্থীরা।
৩৫ বছর প্রত্যাশী নওগাঁ, সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে শেখ নাফিস, নাজমুল ইসলাম , তনিমা ইসলাম, ডলি খাতুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন ।
মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।