বুধবার ( ২১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভায় প্যানেল মেয়রগণ ও কাউন্সিলরগণ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন । এসময় মতবিনিময় সভায় নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি পৌরসভার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময়ে মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌরসভা প্যানেল মেয়র -(১ ) মো. নুরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল অফিসার এ. কে. এম ফরহাদ হোসাইন, সহকারী প্রকৌশলী ( পানি) এম এম শরিফুল ইসলাম, শহরপরিকল্পনাবিদ মো. আনিসুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপ- সহকারী প্রকৌশলী ( বিদ্যুৎ বিভাগ) মো. আশরাফুল ইসলাম খাঁন, পৌর কর নির্ধারক মো. জাহিদুল ইসলাম, পৌর হিসাব রক্ষক মো. মোস্তাফিজুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ ওয়ারেছ কবির, সহকারী প্রকৌশলী মো. রবিউল কবির, উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল) মো. মাহমাদুল হাসান খান, সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হান্নান খান, টিকাদার সুপারভাইজার মাসুদ আহমেদ, প্যানেল মেয়র-(৩) মোছাঃ শিখা খাতুন সহ কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন পৌরসভার বিভিন্ন দফতর পরিদর্শন করেন এবং কর্মদিবসের প্রথম দিন তার অফিসের চেয়ারে বসে বিকেল ৪ টা পর্যন্ত কার্যক্রম করেন।