স্বামীর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার,গ্রেফতার ০৭
Reporter Name
-
Update Time :
শনিবার, ২৯ জুন, ২০২৪
-
১০৭
Time View
মো: রায়হান কবির (মারুফ), স্টাফ রিপোর্টার: ক্যান্টনমেন্ট জোনের এসি মুত্তাজুল ইসলাম জানান যে, গতকাল ২৮/০৬/২০২৪তারিখ রাতে এয়ারপোর্ট এলাকায় ভিকটিম (৩৭) ও তার স্বামী রনি ঘুরতে আসলে আনুমানিক রাত ০৯:৩০ এর দিকে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের ঢাকা ইনকামিং এ বনরূপা সংলগ্ন এলাকার কাছাকাছি আসলে সুমন এবং অজ্ঞাতনামা ০৬ জন লোক তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে বনরূপা এলাকার ঝোপঝাড়ের মধ্যে নিয়ে যায় এবং ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে তারা ভিকটিমের স্বামীকে ছেড়ে দেয় মুক্তিপণের টাকা আনার জন্য। ভিকটিমের স্বামী উক্ত স্থান থেকে বের হয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা কামনা করে। খিলখেত থানা টহলরত পার্টি তৎক্ষণাৎ ভিকটিমের স্বামীকে নিয়ে ভিকটিমকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনাস্থলের কাছাকাছি গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। আসামিদের ধরার উদ্দেশ্যে এসি ক্যান্টনমেন্ট জোন শেখ মুত্তাজুল ইসলামের নেতৃত্বে খিলক্ষেত থানার কয়েকটি টিম অভিযান পরিচালনা করে অদ্য দুপুর নাগাদ সকল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন এই এসি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category