জাহিদ আল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯ আগস্ট) উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী পাট বীজ উৎপাদনকারী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে পাট বীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৭৫ জন পাট চাষী অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন, জেলা পাট উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল সরকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমান প্রমুখ।