1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
  2. info.jahid307ulipur@gmail.com : jahid Hossain : jahid Hossain
  3. naiknajmul@gmail.com : Najmul Hossain : Najmul Hossain
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
শিরবাম:
সাভারে ছাত্র-জনতা হত্যা মামলায় কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার! শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে হস্তান্তর যশোর-বেনাপোল মহা সড়কে দুর্ঘটনারোধে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের প্রস্তাব ভাইরাল ওসি ডাবলু বিদায়—আশুলিয়া থানার নতুন অফিসার ইনচার্জ যোগদান! বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার অঙ্গীকার ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের স্নাতক (পাস) কোর্স সমমান করার দাবিতে নওগাঁয়  মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচি সিরাজগঞ্জে  তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন  রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫-নেতাকর্মী গ্রেপ্তার  উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২ যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা মোঃ মামুনুর রশিদ কে এনডিপির নির্বাহী চেয়ারম্যান ঘোষনা

যশোর-বেনাপোল মহা সড়কে দুর্ঘটনারোধে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের প্রস্তাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
নিজস্ব প্রতিনিধি.আনোয়ার হোসেন
যশোর-বেনাপোল মহা সড়কে দুর্ঘটনারোধে ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের প্রস্তাব রাখা হয়েছে। সেই সাথে সামনে বর্ষাকালে ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতন থাকার বিষয়ে আলোচনা করা হয়।গতকাল রবিবার, ২০শে এপ্রিল।
জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন সভা কক্ষে অমিত্রাক্ষরে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এই প্রস্তাব রাখা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন বেনাপোল মহাসড়কে অনেক গাছের মরা ডাল রয়েছে। সেগুলোর কারণে ভেঙে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ও হচ্ছে। সম্প্রতি একটি ডাল ভেঙে দুর্ঘটনা ঘটে। কমিটির মাধ্যমে এসব ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা প্রয়োজন। বাড়ি নির্মাণ করলে নিয়ম মানতে হবে। ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। সরকারি অফিস গুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে। কর্মচারীদের এগুলো ব্যবহারের জন্য মৌলিক প্রশিক্ষণ দিতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, কোনো এলাকায় রাস্তা নির্মাণের ক্ষেত্রে স্থানীয়দের মতামত নিতে হবে। ঠিকাদারদের সেবা দেয়ার মানসিকতা কম থাকে। তাদের দিয়ে সঠিক কাজ আদায় করে নিতে হবে। বৃষ্টি হচ্ছে, ধানের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা বলেন, সামনে আসছে বর্ষাকাল। বর্ষাকালে ডেঙ্গু বৃদ্ধি পায়। এজন্য সকলের মাঝে সচেতনা বৃদ্ধি করতে হবে। গরম থেকে রক্ষা পেতে শরবত খেতে হবে। সম্প্রতি ফুসকা খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে।
২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত বলেন, হাসপাতালের সামনে যত্র তআলুত্র রিক্সা,মোটরসাইকেল, ইজিবাইক রাখার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে রোগীদের আসতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করলে ভাল হয়। হাসপাতাল কমিটি আছে। কমিটির সভা করা প্রয়োজন। সভা করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন, মামলার কারণে জেলার ৮টি ব্রিজ নির্মাণ কাজ বন্ধ আছে। সেই সাথে ১৯৭ টি স্কীমের কাজ সমাপ্ত হয়েছে, চলমান রয়েছে ২৭১টি স্কীমের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোশাররফ হোসেন বলেন, মার্চে বোরো ধানে হাইব্রিড ও উফশীর মোট লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার ৭৭৫ হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫০ হেক্টর। জেলায় মোট ২৮টি কম্বাইন হারভেস্টার. ৩০টি রিপার ও ৯টি ট্রান্সপ্লান্টার সরকার নির্ধারিত ৫০ শতাংশ ভূর্তুকিতে কৃষকদের এ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ মৌসুমীতে কম্বাইন হারভেস্টার মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, মেডিকলে কলেজের ৬তলা ও ছাত্র হোস্টেলের ৫তলার ঢালাই কাজ শুরু করা হয়েছে। চৌগাছায় মডেল মসজিদের কার্যাদেশ প্রদান করা হয়েছে। কিন্তু সাইট বুঝে না পাওয়ায় কাজ শুরু করা হয়নি।
কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা বলেন, বাজারে পর্যাপ্ত  আলু পেঁয়াজ ডিম আছে।  ব্যবসায়ীদেরর হাতে চলে যাওয়ায় কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। বাজারে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ২৩ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৬জনকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর পাশাপাশি ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত আছেও চলবে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা গন বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews