1. admin@sokalerbangla.com : সকালের বাংলা :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
শিরবাম:
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠান রাণীশংকৈল উপজেলা নির্বাচনে- তিন পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  সাভারে ডিবি পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮জন ডাকাতকে গ্রেফতার! সাভারে ডিবি পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৮জন ডাকাতকে গ্রেফতার! শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা এডভোকেট জামিল হাসান দুর্জয়  শ্রীপুরে, গভীর রাতে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই। মানুষ মানুষের জন্য- মানবতার সেবায় রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে বিশেষ অনুষ্ঠান  দেশবাসী সবাইকে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন-হেলাল শেখ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন-ঢাকা জেলা সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া ঈদ উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবন্ধীর অর্ধগলিত লাশ উদ্ধার 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

গাজীপুর প্রতিনিধি শাহীন আলম 

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১১ দিন পর গভীর গজারি বনের ভেতর থেকে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মণ্ডলের মোড় এলাকার পাশের জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

 

মনোয়ারা বেগম গাজীপুর সদর উপজেলার পিরুজালীর ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।

 

 

মনোয়ারার ছেলে মো. জসিমউদ্দিন সাগর বলেন, ‘গত ১৩ মার্চ সকালে তাঁর মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুই দিন পর জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। খবর পেয়ে আজ দুপুরে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের গজারি বনে তাঁর লাশ পাওয়া যায়। কাপড়চোপড় দেখে মায়ের শনাক্ত করি। তবে মা কীভাবে মারা গেছে বলতে পারছি না।’

 

 

মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামসুল হক বলেন, ‘স্থানীয় কয়েকজন নারী বনের ভেতরে ঝরাপাতা কুড়াতে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। বিষয়টি পুলিশকে জানাই। এরপর বনের ভেতর গিয়ে শিয়াল-কুকুরে খাওয়া ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে কীভাবে গভীর জঙ্গলে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।’

 

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রৌশন আলী বলেন, খবর পেয়ে বনের ভেতর থেকে ষাটোর্ধ্ব নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি শিয়াল-কুকুরে খেয়ে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে। ওই নারীর কাপড় চোপড় দেখে তাঁর ছেলে লাশ শনাক্ত করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved , sokalerbangla.com
Theme Customized BY LatestNews